দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেল উত্তোলন বাড়াতে সম্মত ওপেক প্লাস

জ্বালানি তেল
জ্বালানি তেল | ছবি: সংগৃহীত
0

টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে সম্মত হয়েছে জ্বালানি তেল উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। জুন মাসে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল জ্বালানি তেল বেশি উত্তোলন করবে ওপেক প্লাস দেশগুলো।

সৌদি আরব আর রাশিয়া গেলো মাসেই ঘোষণা দিয়েছিলো, মে মাসেও অতিরিক্ত ৪ লাখ ১১ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করা হবে। ব্যারেল প্রতি জ্বালানি তেলের দর চার বছরের মধ্যে সর্বনিম্ন ৬০ ডলারে ধরে রাখার চেষ্টায় বাজার যেন অস্থিতিশীল না হয়, সেই লক্ষ্যে বাড়ানো হয়েছে উত্তোলন।

জুলাইতে উত্তোলনের বিষয়ে বৈঠক হবে পহেলা জুন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর শুল্কযুদ্ধ শুরু করলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর এক শতাংশ কমে যায়। বর্তমানে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৬১ ডলার দরে।

এএইচ