তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে।
সংলাপের শুরুতে আলী রিয়াজ বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যে সমস্ত জায়গায় সবাই একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা যাবে। জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, সেই দিকে অগ্রসর হতে পারব।’
তিনি আরো বলেন, ‘কমিশনের মেয়াদ জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত হওয়ায় তার আগেই প্রাথমিক আলোচনা শেষ করে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
আলী রীয়াজ বলেন, ‘আমরা সকলেই একপক্ষ। চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য। আমাদের লক্ষ্য এক, যদিও পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনকে দূর করা গেছে, সেই ঐক্যের জায়গায় যেন আবার পৌঁছাতে পারি।’
এসময় এনডিএম চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ববি হাজ্জাজ জানান, সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বেশির ভাগ জায়গায় একমত পোষণ করেছে তার দল।
প্রস্তাবিত সংস্কার গুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে। এছাড়া ফ্যাসিবাদ আর ফিরে আসবে না এমনটাই প্রত্যাশা করেন তিনি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সংলাপের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানার পর প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে, যা একটি জাতীয় সনদের ভিত্তি তৈরি করবে।





