গাজায় গণহত্যার প্রতিবাদে বরগুনায় মিছিলে শিক্ষার্থীদের ঢল

গাজায় গণহত্যার প্রতিবাদে বরগুনায় মিছিলে শিক্ষার্থীদের ঢল | এখন
0

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছে বরগুনার শিক্ষার্থীরা। আজ (সোমবার, ৭ এপ্রিল) সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সকাল থেকেই প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়ে হাজার হাজার শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

সারাবিশ্বে ডাকা হরতালের অংশ হিসেবে সকাল থেকেই জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। এছাড়া সীমিত করা হয় ব্যবসায়িক কার্যক্রম।

এদিকে, প্রতিবাদ মিছিল শেষে জেলার বিভিন্ন স্থানে সমাবেশ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময়ে বক্তারা, গাজায় গণহত্যার প্রতিবাদে সমগ্র মুসলিম বিশ্বকে এগিয়ে আসার পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানান।

এএইচ