আজ (শনিবার, ৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে প্রথমে তীব্র ঝড়ো হাওয়া শুরু হয়। এরপর শুরু হয় বৃষ্টিপাত, এর সঙ্গে দেখা যায় বজ্রপাত।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর টিকাটুলি, মতিঝিল, মিরপুর, কল্যানপুর, শ্যামলী, আগারগাঁও, ফার্মগেটসট বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এতে করে গত কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে কিছুটা হলেও স্বস্তি মিলছে রাজধানীবাসীর মাঝে।
এর আগে সকালে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়।