ঘটনাটি রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ায়, ৫ বছরের এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত হয় আরো ৭ পুলিশ সদস্য।
গেল ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় ঘটেছে ৩টি ধর্ষণের ঘটনা, যার মধ্যে দুজনই শিশু। বাদ যায়নি সাংবাদিকও। রাজধানীর মিরপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক।
একটি সংঘবদ্ধ অপরাধী চক্র নিয়ে সংবাদ সংগ্রহের সময় সোমবার রাত ১১টার দিকে মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এর সদস্যরা।
এক পর্যায়ে পল্লবী থানার বালুরঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন সেই নারী সাংবাদিক।
এদিকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। শিশুটির স্বজনদের দাবি- মঙ্গলবার ইফতারের আগে শিশুটি বাড়ির উঠানে খেলার সময় তাকে ডেকে নিয়ে যায় ধর্ষণ করে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি।
পুলিশ ওই ব্যক্তিকে আটক করলেও ভুক্তভোগী পরিবারের দাবি- নানাভাবে তাদের চাপ ও হুমকি দিচ্ছেন তার পরিবারের সদস্যরা।
