আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোড অডিটোরিয়ামে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক শিক্ষা খাতের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, 'বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে ট্রান্সন্যাশনাল এডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
প্রতিবেদনটি এই খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করতে সহায়ক হবে মন্তব্য করে তিনি বলেন, 'টিএনই বাংলাদেশের শিক্ষায় মান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।'
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার এডুকেশন ডিরেক্টর স্যালভাদোর কারবাজাল লোপেজ।