ঈদ মানেই জমজমাট কেনাকাটা, তবে এবার শপিংমল ও মার্কেটে সেভাবে দেখা যাচ্ছে না ক্রেতাদের ঢল। মূল্যস্ফীতির কারণে মধ্য ও নিম্নবিত্তরা কেনাকাটায় সংযম দেখাচ্ছেন।
ক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় বাজেটের সঙ্গে মিলিয়ে কেনাকাটা করা কঠিনঅ তাই বাজেট কাটছাঁট করার পাশাপাশি শেষ সময়ের মূল্যছাড়ের অপেক্ষায় অনেকেই।
ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘গতবছর যেই বাজেটের মধ্যে অনেক কিছু কিনতে পেরেছি, সেটা এখন অনেকটা কমে গিয়েছে, যেহেতু এখন সবকিছুর দাম বেড়েছে।’
আরেকজন ক্রেতা বলেন, ‘দামটা অনেক সময় আমাদের সাধ্যের বাইরে চলে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি দাম হয়ে যায় ছেলেদের তুলনায়। সেক্ষেত্রে ডিসকাউন্ট হলে একটু ভালো হয়।’
বিক্রেতারা বলছেন, অন্য বছর এই সময় ক্রেতাদের চাপ সামলানো কঠিন হলেও এবার লোকজন আসছে কম। দাম নিয়ে ক্রেতারা দ্বিধায় থাকায় দরদাম করেও শেষ পর্যন্ত কিনছেন না।
একজন বিক্রেতা বলেন, ‘১৫ রোজা হয়েছে, তবে এখন পর্যন্ত গ্রাহকদের সেরকম সাড়া পাচ্ছি না। আশা করছি সামনের দিনগুলোতে গ্রাহকদের আরেকটু ভালো সাড়া পাবো।’
এখন পর্যন্ত বেচাকেনা আশানুরূপ না হওয়াতে দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। তবে আগামী সপ্তাহ থেকে বেচাবিক্রি বাড়ার আশা করছেন তারা।