এর আগে আজ (শুক্রবার, ১৪ মার্চ) রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসভবন সংলগ্ন আল আকসা মসজিদে সকাল ১১টার দিকে প্রথম জানাজা ও ধানমন্ডির ঈদগা মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।
এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর গোরস্তানে তাকে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষাবিদ।
গত ৬ মার্চ ঢাকা ক্লাবে ইফতার কেনার জন্য গেলে হঠাৎ পড়ে যান। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেয়া হয়।
সেখানে তিনি প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর সময় অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের বয়স হয়েছিল প্রায় ৭১ বছর।