'একাত্তরের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব ও অহংকার'

.
দেশে এখন
0

একাত্তরের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্ব ও অহংকার বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সেনা মালঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, 'বিডিআর বিদ্রোহে নিহত ও জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ মুছে যাওয়ার নয়।' বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশবাসীর পাশে ছিল, আগামীতে থাকবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকান্ডে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টাসহ উপস্থিত ছিলেন আরো অনেকে। এসময় তারা যুদ্ধাহতদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন।

ইফতার ও নৈশভোজে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্যগণ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএইচ