টুর্নামেন্ট শুরু হয়েছে কিন্তু চূড়ান্ত হয়নি প্রাইজমানির অঙ্ক!

.
অন্য সব খেলা
এখন মাঠে
0

নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট শুরু হয়ে গেলেও, এখনও চূড়ান্ত হয়নি প্রাইজমানির অঙ্ক। সেরা চার দলকে দেয়া হবে নামমাত্র প্রাইজমানি। জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। প্রথম দিনে জয় পেয়েছে ঝিনাইদহ, ঠাকুরগাঁও ও বিকেএসপি।

দেশের ঝিমিয়ে পড়া হকিতে পৃষ্ঠপোষকতা পাওয়া কঠিন। তবে নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টের জন্য সেই কঠিন কাজটা বাস্তবে রূপ দিল হকি ফেডারেশন। পৃষ্ঠপোষকতা পেয়ে আসর শুরু হলেও নামমাত্র প্রাইজমানি পাবে সেরা চার দল। আর চ্যাম্পিয়ন-রানার্সআপ দল কত টাকা পাবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘প্রাইজমানি টোটাল ৭৫ হাজার টাকা। এইটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সেমিফাইনালের সবাই পাবে।’

১১টি দল নিয়ে হচ্ছে এবারের আসর। যেখানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আছে দশটি জেলা দল। ফেডারেশনের টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য প্রতিভা অন্বেষণ করা।

সাধারণ সম্পাদক বলেন, ‘এখান থেকে ৩ থেকে ৪ জন প্লেয়ার পাই যাকে আমরা মনে করি ভবিষ্যতে ভালো হবে। এই ৪ জন প্লেয়ারকে ১ বছর প্রশিক্ষণ দিতে পারি তাহলে একটা ভালো কিছু হবে।’

মঙ্গলবার (১১ মার্চ) উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে তিনটি। কিশোরগঞ্জকে ১৫-০ গোলে হারিয়েছে বিকেএসপি। একই ব্যবধানে কুমিল্লার বিপক্ষে জয় পেয়েছে ঝিনাইদহ। অন্য ম্যাচে জয় পেয়েছে ঠাকুরগাঁও জেলা। রংপুরের সাথে দলটির ব্যবধান ১৪-০। নারী ডেভেলপমেন্ট কাপ হকির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।

ইএ