'হাসিনা-এরশাদের কারণেই রাজনীতিকে অপছন্দ করছে তরুণরা'

'হাসিনা-এরশাদের কারণেই রাজনীতিকে অপছন্দ করছে তরুণরা' | এখন
0

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, হাসিনা-এরশাদের কারণেই রাজনীতিকে অপছন্দ করছে তরুণরা। তিনি বলেন, 'সারাবিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে একটি শেখ পরিবার।'

আজ (সোমবার, ১০ মার্চ) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে 'লিভিং লিজেন্ড-তারেক রহমান: নেতা ও নেতৃত্ব-লুক থ্রু' এবং 'ফ্যাসিস্ট দুর্নীতি ও দুঃশাসন' বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, 'আওয়ামী লীগের দুর্নীতি মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে।'

তিনি বলেন, 'দেড় হাজার কোটি টাকার স্যাটেলাইট ৩ হাজার কোটি টাকায় কিনতে হয়েছে এদেশের মানুষকে। যে স্যাটেলাইট তেমন কোনো কাজে আসছে না।'

তারেক রহমান এই আন্দোলন তৈরি করেছেন। অথচ সমন্বয়করা একে অপরে ক্রেডিট নিতে ব্যস্ত বলেও জানান তিনি।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, 'খুব শিগগিরই একটা নির্বাচন হবে বলে আশা করি। তখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা নয়।'

শেখ হাসিনার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজড হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইএ