সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ জানুয়ারি ২৯৫ জনকে সদস্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। সেখানে কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে আসছিল।
কিন্তু আগের কমিটি বিলুপ্ত না করে হঠাৎ করে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দুই শতাধিকের অধিক সদস্য করে আরেকটি কমিটি ৬ মাসের জন্য ঘোষণা করা হয়। কিন্তু বর্তমান এই কমিটির বেশির ভাগ সদস্য আন্দোলনের সাথে না থাকার পাশাপাশি পরিবারতন্ত্র এবং একই ব্যক্তি একাধিক স্থানে রেখে কমিটি ঘোষণা করা হয়। যা সংগঠনের সাথে আদর্শিকভাবে সাংঘর্ষিক।
এসময় সংবাদ সম্মেলনে বলা হয়, এক দফার আন্দোলনকারী ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আগামী ১২ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়।
অন্যথায় রেলপথ এবং সড়কপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এসময় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মশিউর রহমান ফুয়াদ, সুব্রত সরকার, অনিল সরকারসহ অন্যান্যরা বক্তব্য দেন।