মহা শিবরাত্রি স্নানের মাধ্যমে শেষ হচ্ছে মহা কুম্ভমেলা

0

মহা শিবরাত্রি স্নানের মাধ্যমে আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে মহা কুম্ভমেলা। শেষ দিনে ভারত ও নেপালের সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ স্নানের জন্য জড়ো হচ্ছেন ত্রিবেণী সঙ্গমে। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের মেলা।

উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩৭ হাজারের বেশি পুলিশ সদস্য ও ১৪ হাজারের বেশি হোম গার্ড।

বিপুল জনসমাগমকে নিয়ন্ত্রণে পুরো এলাকাকে 'নো ভেইকেল জোন' ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪৫ দিনের মহা কুম্ভমেলায় প্রয়াগরাজে জড়ো হন ৬৪ কোটির বেশি ভক্ত ও দর্শনার্থী।

২০৩১ সালে আবারো উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ফিরবে বিশেষ এই মেলা। পরবর্তী মেলা আয়োজন করা হবে মহারাষ্ট্রের নাসিকে, ২০২৭ সালে।

ইএ