যুক্তরাষ্ট্রের আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি

0

যুক্তরাষ্ট্রের ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যায় কেনটাকি অঙ্গরাজ্যে নয়জনসহ মোট ১০ জনের প্রাণহানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার।

বন্যা ও বৈরী আবহাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কাও করছেন তিনি। আরও উদ্বেগজনক হল ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।

তবে নদীর তীরবর্তী অঞ্চলসহ বন্যার ঝুঁকিতে থাকা সব এলাকায় পরিস্থিতি মোকাবেলায় কাজ জলমান বলেও উল্লেখ করেন কেনটাকির গভর্নর।

ইতোমধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকারী দলগুলো এক হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে।

এসএস