এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।
তিনি বলেন, 'এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।'
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, 'খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন প্রতিযোগিতামূলক লিগ আয়োজন নতুন প্রতিভা অন্বেষণের জন্য একটি চমৎকার উদ্যোগ।'
এ সময় আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবু ইউসুফসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের মোট আটটি অনুষদ অংশগ্রহণ করবে।—সংবাদ বিজ্ঞপ্তি