চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার স্বপ্ন; বাস্তববাদী হতে বললেন রফিক

ক্রিকেট
এখন মাঠে
0

শিরোপা জেতার লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক-সমর্থকরাও চাইছেন, নাজমুল হোসেন শান্তর হাতেই ট্রফি উঠুক। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলছেন, বাস্তবমুখী রাখতে হবে প্রত্যাশার পারদ।

চায়ের দোকান থেকে বন্ধুদের আড্ডা, সবাই মেতে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায়।

বৈশ্বিক আসরেও এখন পর্যন্ত টাইগারদের সেরা সাফল্য এসেছে এই টুর্নামেন্টেই, ২০১৭ সালে। সমর্থকদের প্রত্যাশা এবারের আসর সফলতায় বিগত সময়কে ছাড়িয়ে যাবে। সমালোচকদের জবাব মাঠের ক্রিকেটেই দিবে নাজমুল হোসেন শান্তর দল। তারুণ্যের হাত ধরে সাফল্যের প্রত্যাশা সবার।

ভক্তদের একজন বলেন, ‘সিনিয়র-জুনিয়রদের একটা কম্বিনেশন, তারুণ্যের শক্তি পাশাপাশি দল ফর্মে আছে। আমি আশাবাদী আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততেছি।’

আরেকজন বলেন, ‘বাংলাদেশ দলের যে লাইনআপ রয়েছে অবশ্যই তারা ভালো কিছু করবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রার আগে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বলে গেছেন, শিরোপা জেতার লক্ষ্যেই টুর্নামেন্টে পা রাখছে বাংলাদেশ। অধিনায়কের আত্মবিশ্বাস কিংবা সমর্থকদের আশার পারদ আকাশচুম্বী হলেও উচ্চাকাঙ্ক্ষী নন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। বরং আকাশকুসুম কল্পনা না করে বাস্তবমুখী হওয়ার আহ্বান তার।

সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেন, ‘আমার টিমে অনেক ভালো পারফরমেন্স থাকতো। অনেক ভালোভাবে টিম গোছানো থাকতো। এখন তো টিমে গ্যাপ আছে। আমরা পজিটিভ নিয়ে থাকতে চাই। তারপরও বলবো আমরা মাঠের থেকে মুখে খেলি বেশি।’

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে বৈশ্বিক টুর্নামেন্টে গেছে টিম বাংলাদেশ। সাবেক এই অলরাউন্ডারের পরামর্শ, তরুণদের ওপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে স্বাভাবিক খেলার সুযোগ করে দেয়ার।

তবে বড় মঞ্চে সাকিব আল হাসানের অনুপস্থিতি দলকে ভোগাবে বলে মনে করেন মোহাম্মদ রফিক।

ইএ

BREAKING
NEWS
2