নাসার ক্যামেরায় দৃষ্টিনন্দন অরোরা

বিদেশে এখন
0

কানাডার ওপরে ধরা পড়েছে দৃষ্টিনন্দন অরোরা। নাসার ক্যামেরায় ধরা পড়েছে নানা রঙের এই অরোরা। নাসার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র প্রকাশ করেছে এই ভিডিও। অরোরা বোরিয়ালস আরও পরিচিত নর্দার্ন লাইট হিসেবে।

পৃথিবীর অনন্য প্রাকৃতিক ঘটনাগুলোর একটি নর্দার্ন লাইট। বাংলায় যাকে বলা হয় মেরুজ্যোতি। যুক্তরাজ্য, ইউরোপ ও উত্তর গোলার্ধ্বজুড়ে রাতের আকাশকে আলোকিত করে এই অরোরা।

ইএ