ম্যাটস শিক্ষার্থীদের দুই দফা দাবি পূরণ, বাকিগুলোর সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে

.
দেশে এখন
0

ম্যাটসের শিক্ষার্থীদের দুটি দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে, বাকি দুটি সময় সাপেক্ষ। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান খসরু। এর আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদে নিয়োগসহ ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।

শাহবাগে আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে অবস্থান নিয়ে এসব দাবি তুলে ধরেন ম্যাটসের শিক্ষার্থীরা। প্রথম শাহবাগ মোড়ে অবস্থান নিলে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ।

পরে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান আন্দোলনরতরা। এসময় তারা দাবি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কমিউনিটি মেডিকেল অফিসার পদটি পুনরায় চালু করতে হবে।

পাশাপাশি উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে। এছাড়া প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তনসহ ১ বছর ভাতাসহ ইন্টার্ন চালু করারও দাবি জানান আন্দোলনরতরা।

এদিকে, বেলা ৩ টার দিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী উপদেষ্টার পক্ষ থেকে আন্দোলনরতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসময় তিনি আন্দোলনরত ৫ জন স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে আলোচনারও প্রস্তাব দেন। এর কিছুক্ষণ পরই বন্ধ নিয়োগে সার্কুলার দেয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে ঘোষণার পরও তারা আবার শাহবাগ মোড়ে অবস্থানের জন্য রওনা দেয়। তবে তাদের সেখান থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ইএ