আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করে এবং নিয়োগ প্রক্রিয়া নথিপত্র যাচাই বাছাই করে।
এরপর দুদকের অভিযান পরিচালনাকারী দলটি গণমাধ্যমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি ও বুয়েট সম্মিলিতভাবে ডিপিএম পদ্ধতিতে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা যেন স্বচ্ছতার সাথে হয় সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় বিসিআইসির কর্মকর্তা জানান, দুদক কর্মকর্তারা যে সকল নথিপত্র চেয়েছে তা প্রদান করা হয়েছে এবং আগামী নিয়োগ প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ হয় সে সকল বিষয়ে সর্বোচ্চ সহায়তা করবে বিসিআইসি।