স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ৪৮ আরোহী নিয়ে বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বাসে।
কয়েক মিনিটের আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গাড়িটি। এতে বাসটির ভেতরে থাকা ড্রাইভারসহ ৪১ জন আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এখন পর্যন্ত ১৮টি মরদেহ শনাক্ত করেছে উদ্ধারকর্মীরা। বাকিদের শনাক্তে অব্যাহত রয়েছে উদ্ধারকাজ।