খেলার ৬ মিনিটে সুবিয়াব্রির গোলে লিড নেয় আকাশি নীলরা। ৮ম মিনিটে ইকেভেরির গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১১ মিনিটে সিরোটের আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৩-০। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে রবার্টোর গোলে ৪-০ গোলের লিড পায় আকাশি নীলরা। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইকেভেরি।
৭৮ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকেন সান্তিয়াগো হিদালগো। ইতিহাসে এই প্রথম এত বড় ব্যবধানে হেরেছে সেলেসাওরা। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে ৩-০ গোলের বেশি ব্যবধানে হারেনি তারা। জাতীয় দল থেকে শুরু করে যেকোনো পর্যায়ে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে হার এটি। এর আগে ১৯৪০ সালে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।