রাজনীতি
এখন জনপদে
0

ছয় মাসের মধ্যে জরুরি সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতের

ছয় মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতে ইসলামীর। ভোলায় কর্মী সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। এদিকে, ২০ বছর পর দিনাজপুরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির বলেন, আওয়ামী আমলে বিচার বিভাগ ধ্বংস করে রাজনীতি চুরি করা হয়েছিল।

কুড়ি বছর পর উত্তরের জেলা দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জমে উঠে সম্মেলন কেন্দ্র। ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত জেলাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজ (শনিবার, ২৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলের নানা অনিয়ম ও দুঃশাসনের চিত্র।

এ সময় আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস ও রাজনৈতিক ব্যবস্থা চুরি করে জনগণকে গোলাম বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো রাগ-অনুরাগের বশীভূত হয়ে কোনো রায় আপনি দেবেন না, অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন। আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট। অতএব আপনি আপনার শপথ ভঙ্গ করেছেন। এই শপথ ভঙ্গের কারণে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। বাংলাদেশের মানুষে তারা গোলাম বানাতে চেয়েছিল। আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন।’

জামায়াত ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশের নারীরাও নিরাপত্তা ও মর্যাদার নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন বলে জানান জামায়াতের আমির।

আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে জামায়েত ইসলামী ক্ষমতায় গেলে তোমাদের ঘরের মধ্যে আটকিয়ে ফেলবে আর বের হতে পারবে না। আমাদের মা-বোনের কী বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না। সামাজিক কাজ কর্ম করে না। সবই করে এবং সবই করবে ইনশাআল্লাহ। সেদিন আরো দুটা জিনিস নিয়ে সব কাজ করবেন তারা। একটি হচ্ছে মর্যাদা ও আরেকটি নিরাপত্তা।’

একইদিন ভোলায়ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ৬ মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে, পলিটিক্যাল পার্টি ও অংশীদার সঙ্গে মত বিনিময় যদি আপনি করেন। তাহলে ছয়মাসের মধ্যে সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ আপনি ঘোষণা করুন।’

কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ভোলা সরকারি স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ ১৮ বছর পর বাধাহীনভাবে রাজনৈতিক চর্চার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক নেতাকর্মীদের দেয়া হয় নানা নির্দেশনা।

এএম