দেশে এখন
0

ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত। এতে একটি আসনের বিপরীতে লড়েছে ৪৩ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে। মুক্তিযোদ্ধার নাতি নাতনি আর নয়, কোটার সুবিধা পাবে শুধু সন্তান।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? 'উন্নত মম শীর' নাকি 'অকুতোভয়' 'বিদ্রোহী' না 'দুরন্ত'? এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায়।

বাংলা, ইংরেজি, এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা চলে শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করে। এতে প্রতি আসনের বিপরীতে এ আসনে এবার লড়েছে ৪৩ শিক্ষার্থী।

ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিকে বাদ দিয়ে শুধু সন্তান পাবে কোটার সুবিধা।

দেড় ঘণ্টার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন পরীক্ষার অভিজ্ঞতার কথা। প্রত্যাশা ভর্তির সুযোগ।

প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, সুষ্ঠুভাবে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান উপাচার্য।

এএইচ