অর্থনীতি
0

ক্ষুদ্র ব্যবসা রাষ্ট্র কাঠামোর আয়ত্তে এলে কর্মসংস্থান-জিডিপিতে অবদান বাড়বে

দেশের যেসব ক্ষুদ্র ব্যবসা এখনো রাষ্ট্রের সাথে যুক্ত হয়নি তাদের কাঠামোর আয়ত্তে নিয়ে আসলে কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বাড়বে বলে জানান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুশফিকুর রহমান। আজ (বুধবার, ২২ জানুয়ারি) ইকনোমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এসএমই খাত নিয়ে কর্মশালায় এ কথা বলেন তিনি।

এ সময় বড় কোম্পানিগুলো ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা নিয়ে নেয় বলে জানান আলোচকরা। ফলে আগামীতে নীতিমালা মাধ্যমে এসএমই প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেয়ার কথা বলা হয়।

সেই সাথে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর জন্য যে ঋণ বিতরণ করা হচ্ছে সেগুলো আসলে কারা পাচ্ছে সে বিষয়ে সঠিক তথ্য উঠে আসা প্রয়োজন বলে মনে করেন তারা। কারণ ঋণ যথাযথ প্রতিষ্ঠান পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

এএম