দেশে এখন
0

‘যতদ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে’

যতদ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ (সোমবার, ২০ জানুয়ারি) সকালে বিএনপির ৯০ এর ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

যতদ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ (সোমবার, ২০ জানুয়ারি) সকালে বিএনপির ৯০ এর ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দিবে, তাতে জনগণের সরকার কায়েম হবে।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি যে যতদ্রুত সম্ভব তারা নির্বাচন করবে। এবং সে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্খা এবং শহীদের রক্ত দান, সে আশা পূরণ হবে। এবং যতদ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এবং সে নির্বাচনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।’

সবশেষে আমান উল্লাহ আমান জানান, বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে নির্বাচন দিবে সরকার, যতদ্রুত সম্ভব নির্বাচন দেয়াও জরুরি।

এসএস