সর্বদলীয় এই বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠক আহ্বান করেছে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বৈঠক হবে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকের আমন্ত্রণ নিশ্চিত করা হয়েছে।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া সময়সীমা শেষ হয়েছে গতকাল।