শিক্ষা
দেশে এখন
0

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন 'পুসাব'-এর আংশিক কমিটি প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশ’— (পুসাব) এর ৬৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি প্রকাশিত হয়েছে। এতে স্থায়ী কমিটি ক্যাটাগরিতে ১৫ জন, কার্যনির্বাহী সদস্য পদে ১৮ জন ও কেন্দ্রীয় সদস্য ক্যাটাগরিতে ৩১ জনকে স্থান দেয়া হয়।

আজ (বুধবার, ১৫ জানুয়ারি) রাত ৯টায় সংগঠনটির ফেসবুক পেজে এবং পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী ধাপে প্রকাশিত হবে বলে জানিয়েছে পুসাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনটি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা, সামাজিক উদ্যোগে অংশগ্রহণের পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কমিটি ধর্ম, বর্ণ, দল, মত, পথ নির্বিশেষে সকলের জন্য সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও অসৎ উপায় পরিহার করে সততা ও জবাবদিহিতার মাধ্যমে অরাজনৈতিক ও নিরপক্ষেভাবে কাজ করার অঙ্গীকার রাখে।

আসু