আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সন্ধ্যায় মতিউর রহমানকে ঢাকার আদালতে তোলা হয়। এর আগে মঙ্গলবার তাকে সস্ত্রীক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি শর্ট গান ও ২৪ রাউন্ড গুলি।
এই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আদালতে ছাগলকাণ্ডকে নিজের পাপ উল্লেখ করে মতিউর আদালতে বলেন, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি।