অপরাধ ও আদালত
0

ছাত্র আন্দোলনে হামলা: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ সদর থানায় ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক শেখ হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে।

আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তহমুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। মামলায় শেখ হাসিনাকে ১ নম্বর, শেখ রেহানাকে ২ নম্বর এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ৩ নম্বর আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

ছাত্র-জনতার আন্দোলন দমন করার দায়ে এরইমধ্যে কিশোরগঞ্জে প্রায় ৫০টি মামলা হয়েছে। তবে এটিই প্রথমবার, যখন কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতির নাম উল্লেখ করা হলো।

এএইচ