আন্তর্জাতিক গেমসগুলোর মধ্যে শুধু দক্ষিণ এশিয়ান গেমসে লাল-সবুজের অধিকাংশ তারকা ক্রীড়াবিদ অংশ নিতে পারেন। সেই গেমসেরও খবর নেই প্রায় অর্ধযুগ। তাই দেশের ক্রীড়াবিদদের মানোন্নয়নে একমাত্র সহায় ‘বাংলাদেশের অলিম্পিক’ খ্যাত বাংলাদেশ গেমস।
এ বছরেই ক্রীড়াবিদদের কাঙ্ক্ষিত সেই গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে দিনক্ষণ এখনো নির্ধারণ করেননি বিওএ'র কর্তারা। তবে চলতি বছরেই আয়োজন হবে বাংলাদেশ গেমস সাথে আগামী বছর বাংলাদেশ যুব গেমস।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম শামস এ খান বলেন, ‘বাংলাদেশ গেমটা ২০২৪ এ ছিল। সে আলোকে ২৪ এ যেহেতু এটা করা যায়নি, ২০২৫ এ এটি করার আমাদের সিদ্ধান্ত বা বিবেচনায় রয়েছে।’
তিনি বলেন, ‘যুব গেমস যেটা আছে আমরা ২০২৩ এ করেছি এবারের টা ২০২৬ এ শিডিউল রয়েছে।’
১৯৭৮ সালে শুরু হওয়া বাংলাদেশ গেমস ২০০২ সালের পর প্রায় একযুগ বন্ধ থাকার পর অষ্টম আসর ফেরে ২০১৩ সালে। এরপর আবারও বিরতি।
২০২০ সালের অষ্টম আসর লকডাউনের কারণে একবছর পিছিয়ে যায়। তবে বাংলাদেশ গেমস আয়োজনের উপর গুরুত্বারোপ করে ২০২৪ সালের আসর এ ২০২৫ ও পরবর্তী আসরগুলো এই সময় অনুযায়ীই আয়োজন হবে। এছাড়া পরবর্তী যুব গেমসগুলোও অনুষ্ঠিত হবে নির্দিষ্ট সময় অনুযায়ীই।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেন, ‘এখন থেকে আমরা রুটিন হিসেবে চার বছর অন্তর অন্তর খেলাগুলোর আয়োজন করবো। তবে যুব গেমস ও বাংলাদেশ গেমস এ দুটোর মধ্যে আভ্যন্তরীণ দুই বছরের গ্যাপ দিয়ে।’
অলিম্পিক, এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আসরগুলোতে দেখা যায় ফেডারেশন কর্তাদের বিশাল বহর। পরিবর্তিত বাংলাদেশে অপ্রয়োজনীয় বহর দেখা যাবে না বলে বিশ্বাস এই কর্তার।
ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম শামস এ খান বলেন, ‘আপনারা আশাবাদী থাকতে পারেন। সব সময় তো নতুনরা পুরোনো থেকে শিক্ষা নেয়। কোনো খানে এটার ব্যত্যয় ঘটবে না। তাছাড়া আমার বর্তমান ক্রীড়া উপদেষ্টা একজন তরুণ। নিউ ব্লাড। নতুন পুরাতনদের সমন্বয়েই সিদ্ধান্ত হবে।’
চলতি বছরেই শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটি আসলেও নিয়মতান্ত্রিকভাবেই পরিকল্পনায় থাকা আসরগুলো অনুষ্ঠিত হবে বলে নিশ্চয়তা দিয়েছেন বিওএ কর্তা।