আজ (রোববার, ১২ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর বিশেষ জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সরিয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে সরিয়ে নেয়া হলো। বিচারাধীন বিস্ফোরক আইনের মামলার বিচারকাজ কেরানিগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে হবে।
এর আগে গত সপ্তাহে আলিয়া মাদ্রাসা থেকে আদালত সরিয়ে নেয়ার দাবি জানায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সেখানে অস্থায়ী আদালত পুড়িয়ে দেয়া হয়।
২০০৯ সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু'টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে হত্যা মামলার আপিল সর্বোচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। আর বিস্ফোরক আইনের মামলার বিচার এখনও শেষ হয়নি।