দেশে এখন
0

টিউলিপ সিদ্দিককে বরখাস্তে প্রধানমন্ত্রীর কাছে কনজারভেটিভ প্রধানের আহ্বান

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ।

মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন।

এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রীত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের ওপর। বিরোধী দলের প্রধান কেমি ব্যাডেনোচের দেয়া টুইটের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

টিউলিপ সিদ্দিক মূলত ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রীসভার সদস্য। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতি সামাল দেয়া।

কিন্তু বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অবকাঠামোগত উন্নয়ন ব্যয় থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্তে টিউলিপের নাম আসায় তাকে বরখাস্তের দাবি জোরালো হচ্ছে।

ইএ