অর্থনীতি
0

বাণিজ্য মেলায় ক্রেতার চেয়ে যেন দর্শনার্থী বেশি

দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯ তম আসর।

মেলার নবম দিনে দূরত্ব উপেক্ষা করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসছেন ক্রেতা দর্শনার্থীরা। কেনাকাটার চাইতে ঘুরাফেরা ও সেলফিবন্দীতে ব্যস্ত সময় পার করছেন তারা।

ক্রেতা দর্শনার্থীরা বলছেন মেলার প্রথম দিকে শুধু স্টলগুলো ঘুরে দেখার জন্য আসা কেনাকাটা শুরু হবে মাঝামাঝি সময় থেকে।

মেলায় ঘুরতে আসা একজন বলেন, 'এখন তো শুধু ঘুরে ঘুরে দেখতে আসছি। কিছু কিনবো না। মেলায় আরও অনেক জিনিস আসবে। তখন সব দেখে তারপর কিনবো।'

তবে ক্রেতার চাইতে দর্শনার্থীদের সংখ্যা বেশি বলে মন্তব্য করছেন ব্যবসায়ীরা।

একজন ব্যবসায়ী বলেন, 'সবাই শুধু আসে, দেখে আর চলে যায়। বেশিরভাগই কিছু কিনে না। শুধু ঘুরতে আসে।'

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন।

এসএস