রাজনীতি
0

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির, সদস্য সচিব ওয়াসিম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত (সোমবার (৬ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি ঘোষণা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৭৭ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক।

কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সম্মেলনের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এসএস