রাজনীতি
0

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সাধারণ সম্পাদক মাহফুজ

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গত সোমবার (৬ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আলাদা দু'টি কমিটি ঘোষণা করেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এসএস