২০১৭ সালের ১৫ জুলাই সবশেষ লন্ডন সফরে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় তিন মাসের বেশি সময় চিকিৎসার পর ওই বছরের ১৮ অক্টোবর লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি।
এর পর ৭ বছরেরও বেশি সময় কেটে গেলেও আর বিদেশ সফরে যেতে পারেননি খালেদা জিয়া। এ সময়ের মধ্যে ছেলে তারেক রহমানের সঙ্গেও সরাসরি আর দেখা হয়নি। সেই প্রতীক্ষার অবসান ঘটলো আজ হিথ্রো বিমানবন্দরে।
বাংলাদেশ সময় বেলা ২টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে স্বাগত জানাতে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। এর মাধ্যমে ৭ বছরেরও বেশি সময় পর সরাসরি মায়ের দেখা পেলেন তারেক রহমান।
মা খালেদা জিয়ার সঙ্গে স্ত্রীসহ তারেক রহমান। ছবি: এখন টিভি
যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। সেখানে উপস্থিত ছিলেন দলটির নেতাকর্মীরা।
গতকাল (মঙ্গলবার) রাত ১১টা ৪৫ মিনিটে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন বিএনপি চেয়ারপারসন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় ২০২৩ সালের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল।
এছাড়া গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস-মেকার বসানো হয়। কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া।