নাটকীয় জয়ে ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান

0

ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান। যদিও ম্যাচে এগিয়ে ছিল সাইমন ইনজাগহির দল।

প্রথমার্ধ্বের যোগ করা মিনিটে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের গোলে লিড নেয় ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই তারেমির গোলের মাধ্যমে লিড দ্বিগুণ করে দলটি।

তবে ৫২ মিনিটে ব্যবধান কমায় এসি মিলান। হার্নান্দেজ গোল করার পর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও লম্বা সময় গোলবঞ্চিত থাকে দু'দল। ৮০ মিনিটে পুলিসিকের গোলে ম্যাচে সমতা আনে এসি মিলান। নির্ধারিত ৯০ মিনিট শেষেও থাকে সমতা।

তখন অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর সম্ভাবনা জাগে। তবে যোগ করা সময়ে আব্রাহামের গোলে জয় নিশ্চিত করে এসি মিলান।

এসএস