৫১ বছর পর বোলোনিয়ার ঘরে বড় শিরোপা

আসিফ হোসেন
এসি মিলানকে হারিয়ে শিরোপা জিতল বোলোনিয়া
এসি মিলানকে হারিয়ে শিরোপা জিতল বোলোনিয়া | ছবি: সংগৃহীত
0

৫১ বছর পর বড় কোনো শিরোপার জিতেছে বোলোনিয়া। ইতালিয়ান কাপে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ঘরোয়া লিগে তৃতীয় ট্রফি জেতে ক্লাবটি।

অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচ উইনিং গোলটি আসে ৫৩ মিনিটে ড্যান নডোয়ের পা থেকে। আর এতেই ৫১ বছরের শিরোপা খরা কাটায় বোলোনিয়া। শেষবার তারা ট্রফি জিতেছিল ১৯৭৪ সালে।

ক্লাবটির বর্তমান কোচ ভিনচেনজা ইতালিয়ানো দায়িত্ব নেয়ার পর আমূল পরিবর্তন আসে দলটিতে। অন্যদিকে এমন হারে হতাশ মিলান সমর্থকরা। ২০০৩ সালের পর আর সাফল্যের দেখা পায়নি ক্লাবটি।

এসি মিলানের এখন লড়াইটা ইউরোপা প্রতিযোগিতায় টিকিট পাওয়া নিয়ে। সিরি আ টেবিলে দলটি রয়েছে আট নাম্বারে। অন্যদিকে ৩ পয়েন্ট এগিয়ে থেকে রোমার অবস্থান ৬ নাম্বারে। আগামী রোববার মুখোমুখি হবে এ দুদল।

এএইচ