দেশে এখন
0

পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে রাবি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে রাবি অফিসার সমিতি।

৩ দিনের এই কর্মসূচির দ্বিতীয় দিনে আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির নেতারা অংশ নেন।

এ সময় তারা বলেন, জুলাই বিপ্লবে কোটাবিরোধী আন্দোলনে তারাও অংশ নিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থী এখন তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এএম