বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) বাইতুল মোকারম মসজিদে যুব সমাবেশে তিনি এ কথা বলেন। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার আগ পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করার কেউ চেষ্টা চালাতে তাদেরও রুখে দেয়া হবে বলে জানান তিনি।
এসময় বিভিন্ন জেলার শাখার নেতৃবৃন্দরা বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কারণে যারা গুম, খুনের স্বীকার হয়েছেন তাদের বিচার না করা পর্যন্ত গণঅভ্যুত্থানের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন হবে না।