টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন টপঅর্ডার ব্যাটাররা। অভিষিক্ত স্যাম কনস্টাস আর ওসমান খাজা উদ্বোধনী জুটতে তোলেন ৮৯ রান।
ওয়ানডে স্টাইলে খেলে ৬০ রান করে আউট হন ১৯ বছর বয়সী কনস্টাস। ৫৭ রান আসে খাজার ব্যাট থেকে। তিন ও চারে নামা দুই ব্যাটার মার্নাস ল্যাবুশেইন ও স্টিভ স্মিথও পান ফিফটির দেখা। ৭২ রান করে ল্যাবুশেইন সাজঘরে ফিরলেও, ৬৮ রান করে দিনশেষে অপরাজিত স্মিথ।
দিনের শেষ সেশনে হেড, মার্শ আর ক্যারিকে আউট করে ম্যাচে ফেরার আভাস দেয় ভারতীয়রা। সফররতদের হয়ে তিন উইকেট শিকার করেছেন পেসার জাসপ্রিত বুমরাহ।