বিদেশে এখন
0

চীনের হারবিনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ ও তুষার উৎসব

চীনের হারবিনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ ও তুষার উৎসব। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে জনপ্রিয় এ উৎসবটি এবার পা দিলো ২৬তম বছরে। এতে, প্রায় ১০ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বানানো হয়েছে বরফের তৈরি চোখ ধাঁধানো ও মনোমুগ্ধকর সব ভাস্কর্য।

একপাশে বিশালাকৃতির রাজপ্রাসাদ, অন্যপাশে দিগন্তজোড়া পার্ক। কি নেই এখানে। পাখির চোখে দেখলে মনে হবে সত্যিই হয়ত বাস্তবে এসে ধরা হয়েছে রূপকথার গল্পের কোন এক ওয়ান্ডারল্যান্ড।

অবিশ্বাস্য হলেও সত্যিই, চোখ ধাঁধানো এই ওয়ান্ডারল্যান্ডের প্রতিটি স্থাপনাই তৈরি বরফ দিয়ে। চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব, যা বিশ্ববাসীর কাছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামেই বেশি পরিচিত। এবার ২৬তম বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী এই স্নো ফেস্টিভাল।

দর্শনার্থীদের একজন বলেন, ‘আমি ফুজিয়ান থেকে এসেছি। এই ফেস্টিভালের কথা অনেক শুনলেও এবারই প্রথম এই ফেস্টিভাল দেখতে এসেছি। সঙ্গে আমার মেয়ে এবং মাকেও নিয়ে এসেছি।’

আরেকজন বলেন, ‘বরফের এই স্থাপনাগুলো সত্যিই অবিশ্বাস্য। আইস ব্লকগুলো দিয়ে যেভাবে একেকটি বিশালাকৃতির স্থাপনা বানানো হয়েছে তা এক কথায় অসাধারণ।’

প্রায় ১০ লাখ স্কয়ার মিটার বিশাল এলাকাজুড়ে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ, ৩শ মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড, যেখানে রয়েছে ১৪টি লেন।

আয়োজকরা জানান, বিশাল এই উৎসবের স্থাপনাগুলো তৈরি করতে এবার ব্যবহার করা হয়েছে ৩ লাখ কিউবিক মিটার তুষার ও বরফ। একইসঙ্গে, বাড়ানো হয়েছে উৎসবের পরিসরও।

হারবিন আইস-স্নো ওয়ার্ল্ডের ডেপুটি ডিরেক্টর সান জেমিন বলেন, ‘এবারের উৎসবে বরফের তৈরি স্থাপনাগুলোর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। পুরো পার্কের আয়তন ১০ লাখ বর্গমিটার, গতবার যা ছিল ৮ লাখ বর্গমিটারের মতো। স্থাপনাগুলো তৈরি করতে ব্যবহার করা হয়েছে ৩ লাখ কিউবিক মিটার বরফ ও তুষার। আগের যেকোনো সংস্করণের চেয়ে এবারের উৎসবটি তাই নিঃসন্দেহে সেরা।’

এবারের উৎসবে কেবল চীন নয়, তৈরি করা হয়েছে ৪২টি দেশের বিখ্যাত সব স্থাপনার আদলে নির্মিত বরফের ভাস্কর্য। মাসব্যাপী এই শীতকালীন উৎসব ঘিরে প্রতি বছরে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটে চীনে। গেলবারের উৎসবে যোগ দিয়েছিলেন প্রায় ২৭ লাখ পর্যটক। ধারণা করা হচ্ছে এবার সেই সংখ্যাও ছাড়িয়ে যাবে।

ইএ