অপরাধ ও আদালত
0

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ঢাকায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গেল ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৯৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, 'বিশেষ অভিযানে ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মোহাম্মদপুরে ছিনতাইকালে চাপাতি দিয়ে ভুক্তভোগীর কান কেটে ফেলার ঘটনায় চারজন রয়েছে।'

তিনি বলেন, 'ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। মোবাইল পেট্রোল যাতে ঠিক মতো কাজ করে সেজন্য তাদের তদারকি করবে ডিএমপির সিনিয়র অফিসাররা।'

গতকাল (রোববার, ২২ ডিসেম্বর) থেকে বিশেষ অভিযান চলমান রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতরা যেন দ্রুত জামিনে না যায় সে বিষয়ে কাজ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।

তিনি বলেন, 'ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়িয়েছে পুলিশ। দিনে ও রাতের টহল বাড়ানো হয়েছে। বাসস্ট্যান্ড, জনবহুল এলাকাগুলোয় তদারকি বাড়ানো হয়েছে।'

ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগ থেকে ৮ জন, মতিঝিল বিভাগ থেকে ১৪ জন, লালবাগ বিভাগ থেকে ২৬ জন, ওয়ারী বিভাগ থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া তেজগাঁও বিভাগ থেকে ১৯ জন, মিরপুর বিভাগ থেকে ৪ জন, উত্তরা বিভাগ থেকে ৮ ও গুলশান বিভাগ থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি বিশেষ অভিযান পরিচালনাকারী দল।

এসএস