দেশে এখন
0

'শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে'

বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা থাকলেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে আইন উপদেষ্টা বলেন, 'ঐক্যমত শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল আসলেও যেসব বিষয়ে সংস্কার আসবে তা কেউ পরিবর্তন করতে পারবে না।'

এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 'বিচার ব্যবস্থা নিয়োগে দলীয় কাউকে নিয়োগ দেয়া যাবে না। পূর্বের সরকারের আমলে প্রধান বিচারপতিদের যে কাজ সে কাজ বাদ দিয়ে দলীয় কাজেও ব্যস্ত রাখা হতো।'

এসএস