দেশে এখন
0

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ কিশোর আরাফাতের মৃত্যু, বিকেলে জানাজা

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আরেক কিশোর মারা গেছেন। গতকাল (রোববার, ২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১২ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আরাফাতের মৃত্যু হয়।

আরাফাতের মরদেহ সিএমএইচ থেকে আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) সকাল ৮টায় ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে, শাহাদাত বরণ যেভাবে বেদনাতুর করে, সেভাবেই সাহস এবং উৎসাহ জোগায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে একবিন্দুও পিছপা না হওয়ার কথাও এতে বলা হয়।

গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত।

এসএস