আজ (রোববার, ২২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতিবাজদের ছেড়ে দেয়ার অন্যতম মাধ্যম দুর্বল মামলা। দুর্নীতিবাজদের সুবিচার না করার দায় শুধু দুদকের নয়, বিচার ব্যবস্থাকেও এর দায় নিতে হবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, সাংবাদিকদের মাধ্যমেই সেসব ছড়িয়ে দিতে হবে।’
যতটা সম্ভব সাংবাদিকবান্ধব দুদক হবে বলে আশ্বস্ত করেন সংস্থাটির চেয়ারম্যান।
এ সময় দুদক চেয়ারম্যান গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরেন। সেখানে তিনি নিজের আয়-ব্যয় ও সম্পদের ফিরিস্তি জানান।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমার সম্পদ বিবরণী দুদক সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছি। অন্য কমিশনাররা তাদের সম্পদ বিবরণী জমা দিয়ে দেবেন।’