ক্রিকেট
এখন মাঠে
0

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের হার

ছেলেরা জিতলেও হেরে গেল মেয়েরা। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে শিরোপা জিতল ভারত। টিম ইন্ডিয়ার দেয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ছেলেরা পারলেও পারেনি মেয়েরা। সিনিয়রদের পুনরাবৃত্তি করতে ব্যর্থ জুনিয়ররা। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ট্রফির স্বপ্নভঙ্গ বাংলাদেশের।

কুড়ি ওভারের ফরম্যাটে স্বল্প লক্ষ্য দিয়েছিল ভারত। ব্যাটারদের ব্যর্থতায় জয়টা অধরা সুমাইয়াদের। ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই হোঁচট খায় বাংলাদেশ।

রানের খাতা না খুলেই বিদায় নেন ওপেনার ইভা। ওয়ানডাউনে নামা সুমাইয়ে নিয়ে বড় জুটির আভাস দেন ওপেনার ফাহমিদা। তবে, দলীয় ২৪ রানেই সাজঘরের পথ ধরেন সুমাইয়া।

এরপর জুয়াইরা ফিরদাউস ফাহমিদাকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও তা বৃথা গেছে। ব্যক্তিগত ১৮ রানে উইকেট দেন ফাহমিদা।

তৃতীয় উইকেট হারানোর পর তাসের ঘরের মতো ধসে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। অধিকাংশ ব্যাটারের রান মোবাইল ডিজিটের মতো। রানের দিক দিয়ে দুই অঙ্কের কোটা ছুঁতে ব্যর্থ ৯ ব্যাটার। তাদের আসা যাওয়ার মিছিলে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরা ফিরদাউস।

এএইচ