ফুটবল
এখন মাঠে
0

বাফুফেকে দশ বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়াম লিজ দিয়েছে এনএসসি

দশ বছরের জন্য বাফুফেকে এম এ আজিজ স্টেডিয়াম লিজ দিয়েছে এনএসসি। বিষয়টি নিশ্চিত করেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আশা, জানুয়ারি থেকে খেলার উপযোগী হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম।

সংস্কার শেষ না হওয়ায় প্রায় সাড়ে ৩ বছর ধরে কোনো খেলাই গড়ায়নি, দেশের ফুটবলের প্রধান মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই ঘাটতি পূরণে তাই, ঘরোয়া ফুটবল লিগের শীর্ষ আসরের বেশিরভাগ ম্যাচই হচ্ছে ঢাকার বাইরে মানহীন ভেন্যুতে। এ নিয়ে হতাশা জানিয়েছিলেন, স্বয়ং বাফুফে সভাপতি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘বর্তমানে আমাদের কাছে তিনটা স্টেডিয়াম আছে, তবে এটা স্বীকার করতে হবে যে ওই মাঠগুলো বাংলাদেশের খেলোয়াড় জন্য উপযুক্ত নয়।’

তবে, ভেন্যু নিয়ে বাফুফেকে এবার সুখবর দিলেন ক্রীড়া উপদেষ্টা। জানালেন, লম্বা সময়ের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ব্যবহারের অনুমতি পেয়েছে ফুটবল ফেডারেশন। বললেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামও ম্যাচ গড়াবে শিগগিরই।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘ এটার কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকে খেলা মাঠে ফিরবে। এছাড়া এম এ আজিজ স্টেডিয়াম ইতোমধ্যে ১০ বছরের জন্য বাফুফেকে লিজ দেয়া হয়েছে। সেটা সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে।’

নানা ধাপ পেরিয়ে ফিফার কাছ থেকে লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশ দলে ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার খেলবেন , তা দেশের ফুটবলে আলোচিত ঘটনা। যা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক বলে মনে করছেন, ক্রীড়া উপদেষ্টা।

ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, ‘এটা শুরু মাত্র। যারা বিভিন্ন দেশে ও ক্লাবের হয়ে খেলেন তাদের বাংলাদেশের এসে খেলার ক্ষেত্রে হামজা চৌধুরী অন্তর্ভুক্ত হওয়াটা একটা আশার সঞ্চার তৈরি করবে বলে আমি মনে করি।’


এএম