রাজনীতি
দেশে এখন
0

‘আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে’

আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আজ (শনিবার, ২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা জানান।

সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু, লুৎফজ্জামান বাবর ও সাবেক ছাত্রনেতা জাকির খানসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন,‘ আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সংস্কারের অযুহাতে সাধারণ মানুষকে কষ্ট দেয়া ঠিক হবেনা মন্তব্য করে এসময় মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে জন দুর্ভোগ বাড়বে।’

এছাড়াও বক্তব্যে আইন উপদেষ্টার কাছে সকল রাজবন্দির মুক্তির দাবি জানান বিএনপির এ নেতা।

এএইচ