এটিএম বুথের সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা, ব্যাংক অ্যাকাউন্টে অর্থ থাকা সত্ত্বেও করা যাচ্ছে না উত্তোলন। দৃশ্যটি সিরিয়ার রাজধানী দামেস্কের।
আসাদ পরিবারের ৫৩ বছরের স্বৈরশাসনের কবল থেকে সিরিয়াবাসী মুক্ত হলেও, বাশার আল আসাদের রেখে যাওয়া সংকটময় অর্থনীতিতে ক্রমেই উঠে আসছে ভোগান্তির চিত্র। দেশের চরম অর্থনৈতিক মন্দায় ধুঁকছেন সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত প্রায় সবাই। দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় মেটানো নিয়ে দুশ্চিন্তার পাল্লা ভারি হচ্ছে বাসিন্দাদের।
বাসিন্দাদের একজন বলেন, ‘আমি একজন কর্মচারী এবং আমার বেতন দরকার। আমার অ্যাকাউন্টে অর্থ থাকা সত্ত্বেও মঙ্গলবার থেকে তুলতে পারছি না।’
আরেকজন বলেন, ‘মানুষের কাছে যদি অর্থ না থাকে, তাহলে খাবে কী? বাঁচবে কীভাবে? অর্থ ছাড়া জীবন চলতে পারে না।’
ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে আসাদ সরকারের পতনে বিদ্রোহীদের বিজয়, আর এই সংকট মোকাবিলাই সিরিয়ার নতুন প্রশাসনের অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করে সংশ্লিষ্টরা। তা না হলে সিরিয়ার উচ্ছ্বাস খুব দ্রুতই হতাশায় পরিণত হবে বলেও শঙ্কা অনেকের। আর তাই সবাইকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আহ্বান জানিয়েছেন বাশার আল-আসাদ বিরোধীদের দলবদ্ধ করায় ভূমিকা রাখা নেতা হাদি আল-বাহরা।
সিরিয়ার বিপ্লবী এবং বিরোধী বাহিনীর জাতীয় জোটের প্রেসিডেন্ট হাদি আল-বাহরা বলেন, ‘সিরিয়ার বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। মার্চের শুরুতে তাদের দায়িত্ব শেষ করার কথা রয়েছে। তারপর আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।’
অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাসযোগ্য করতে সব বিরোধী নেতাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন হাদি আল-বাহরা। এমনকি ভবিষ্যতে সিরিয়ার সংবিধান রচনায় জাতীয় সম্মেলন করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
হাদি আল-বাহরা বলেন, ‘জাতীয় সম্মেলন ভবিষ্যৎ সিরিয়ার সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠন করবে। গভর্নিং পিরিয়ড ১৮ মাসের বেশি করা যাবে না। আমি আশা করি এসব বিষয়ে আহমেদ আল-শারাও একমত হবেন।’
১৩ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার নতুন তত্ত্ববধায়ক প্রশাসন দেশটিকে স্থিতিশীল করতে এবং সহিংস প্রতিশোধ এড়াতে কাজ শুরু করেছে। আসাদের পতনে পর প্রথমবারের মতো অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে বুধবার থেকে ফের সচল হয়েছে আলেপ্পো ও দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর।
বজ্রপাতের মতো বিদ্রোহীদের টানা ১২ দিনের অভিযানে বাশার আল আসাদ পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেয়ায় ৮ ডিসেম্বর স্বৈরাচার মুক্ত হয় সিরিয়া। ২০২৫ সালের ১লা মার্চ পর্যন্ত তত্ত্ববধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আল-বশির। আসাদেএ পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের সঙ্গে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মোহাম্মদ আল-বশিরের।